অনলাইনঅপরাধশ্যামনগরসাতক্ষীরা জেলা

আবারও শ্যামনগর থেকে ৩৮ পিস দেশীয় অ*স্ত্র উ*দ্ধা*র

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে আবারও পুকুরের ভিতর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুরে লুকিয়ে রাখা বস্তাভর্তি আড়াই ফুট লম্বা ৪পিস রামদা ও ২ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৪পিস হাসুয়া উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদা উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল শ্যামনগরের নকিপুরের জুবায়ের হোসেনের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৩৪ পিস হাসুয়া উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *