১১ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আশাশুনির রাসেল গ্রে*প্তা*র
স্টাফ রিপোর্টার: ১১ বছর পালিয়ে থাকার পর র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম (রাসেল) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেফতার আরিফুল ইসলাম (রাসেল) আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মো. ইশার আলী সরদারের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, ২০১৩ সালে আফিম বহনকালে উক্ত রাসেল রাজবাড়ী থেকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩ (ক) ধারায় একটি মামলা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
র্যাব-৬ আরো জানায়, উক্ত রাসেল ডিএমপির উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরেকটি মাদক মামলায়ও এজাহারভুক্ত আসামি।