শার্শায় চা*কু ও দা সহ ২ ছি*ন*তা*ই*কা*রী আ*ট*ক
হাসানূল কবীর, শার্শা: যশোর শার্শার গোড়াপাড়া এলাকায় ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে পুলিশের নিকট আটক হয়েছে দুই ছিনতাইকারী।
শনিবার (১৯ এপ্রিল) শনিবার রাত ১০.৩০ টার দিকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো- ১) মোঃ সবুজ হোসেন (২৮) পিতা- মৃত আঃ মকছেদ, ২) মোঃ টিটু মিয়া (২৩) পিতা- মোঃ নজরুল ইসলাম। উভয়ই সাং- গোড়পাড়া, থানা- শার্শা, জেলা- যশোর।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, শার্শার গোড়পাড়া বিশ্বাস বাড়ী পাকা রাস্তার উপর থেকে পান ব্যাবসায়ী মোঃ তবিবর রহমান (৫৮) পিতা- মৃত শওকত আলী, সাং- গোড়পাড়া ফকিরতলা, থানা- শার্শা, জেলা- যশোর এর টাকা ছিনতাইকালীন পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাসুয়া দা, চাকু ও ছিনতাইকৃত ১০৫৬০/= (দশ হাজার পাঁচশত ষাট) টাকা উদ্ধার করে। এব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।