তালায় বসতঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালায় বসতঘর ভেঙে টাকাসহ স্বর্ণালংকার লুটপাট জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৯এপ্রিল ) সকাল ১১টার দিকে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগোলঝাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন শেখের ছেলে সেলিম শেখ জানান, ভায়ড়া মৌজার পৈত্রিক ও ক্রয় সূত্রে মোট ৬শতক ৬৬ জমির উপরে বসত বাড়ী ও গোয়ালঘর করে বসবাস করে আসছি। একই এলাকার আকিমুদ্দীন শেখ পূর্ব-পরিকল্পিতভাবে আলামিন শেখ, তহিদ গাজী, ইসলাম শেখ, হাফিজুর গাজীসহ একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে শনিবার সকালে বসত বাড়ীর উপরে হামলা চালিয়ে বাড়ী ও গোয়ালঘর ভাঙ্গচুর করে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ভেঙ্গে ১ ভরি ওজনের চেই, ১ জোড়া কানের দুল, ১টি রুলি নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত আকিমুদ্দীন কাছে মুঠো ফোনে যোগযোগ করলে তিনি ফোনটিফোন রিসিভ করেনি।
তালা থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসত বাড়ী ও গোয়ালঘর উপর হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’