সদর

সাতক্ষীরার বিডিএফ প্রেসক্লাবের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে এস এম নাসিরউদ্দিন কতৃক নির্ভিক কলম সৈনিকদের প্রতিষ্ঠান

বিডিএফ প্রেসক্লাবসহ কতিপয় সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র, হুমকি ধামকি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬এপ্রিল সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল.মো. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি

সভায় এস এম নাসিরউদ্দিন কতৃক বিডিএফ প্রেসক্লাবসহ কতিপয় সাংবাদিকদের বিরুদ্ধে চরম মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি সম্প্রতি ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সিল সহি জাল করে জাল ওয়ারেশ কায়েম সনদ তৈরি করে স্থানীয় ভূমি অফিসে দাখিল করার পর ধরা পড়ে এবং এবিষয়ে ওই চেয়ারম্যান ভিডিও বক্তব্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকেসহ ফিংড়ী ইউনিয়ন পরিষদ ও মেম্বারদের বিরুদ্ধেও নানান ষড়যন্ত্র, চক্রান্ত ও মিথ্যা অপপ্রচার করে ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক মন্তব্য করার ধৃষ্টতা দেখিয়েছে। গ্রামের একমাত্র সরকারি খেলার মাঠটি দীর্ঘ ৩০ বছর ধরে জবরদখল করে রেখেছে। একমাত্র এতিম ভাতিজি ও বিধবা ভাবীর সমূদয় সম্পত্তি আত্মসাৎ করার অভিপ্রায়ে ১৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব নিয়ে কেউ কথা বললেই তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে হয়রানি করছে। যা অত্যন্ত দুঃখ জনক ও অপ্রত্যাশিত।এসব বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসব সিদ্ধান্তসমুহ অবিলম্বে কার্যকর করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এরপর যদি নাসিরুদ্দিন লিটন ও দোসররা বিডিএফ প্রেসক্লাবসহ কোন সদস্যের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার করা হলে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন- সহ সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যকারী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ ও সুজন ঘোষসহ সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *