অপরাধকালিগঞ্জ

কালিগঞ্জে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম (সফি) সহ পরিবারের সবাইকে ভাতের সাথে চেতনা নাশক জীবাণু মিশিয়ে অজ্ঞান সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ডিএমসি ক্লাব সংলগ্ন দেয়া গ্রামের মৃত মোঃ রুস্তম আলীর ছেলে সাবেক তিনবারের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম (৬৫) এর বাড়িতে।

বুধবার (১৬ এপ্রিল) ‌দিবাগত রাত্র আনুঃ সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্তা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তাহার ছেলে সাংবাদিকদের জানান বুধবার রাতে অজ্ঞান পার্টির চক্র অতি কৌশলে বাড়ির প্রাচীরের উপর দিয়ে গেটের ভিতরে প্রবেশ করে রান্নাঘরে ঢুকে রান্না করা হাঁড়ির মধ্যে চেতনা নাশক বিষাক্ত জীবাণু মিশিয়ে দিয়ে অজ্ঞান পার্টির চক্র বাড়ির সদস্যদের পাহারা দিতে থাকে কখন তারা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষ করে ১০টার দিকে তারা ঘুমিয়ে পড়ে এরপর অজ্ঞান পার্টির চক্র সুযোগ বুঝে ওই বাড়ির দ্বিতলা ভবনের নিচ তলার একটি জানালার গ্রিল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে বাড়িতে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। অজ্ঞান পার্টির কবলে পড়ে বাড়ির মালিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম তার সহধর্মিনী শাহানারা বেগম, ছেলে সাহিদুল ইসলাম প্রাথমিকভাবে গ্রাম্য ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই সুদেব পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে উল্লেখিত ঘটনায় পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।

সংবাদ পেয়ে বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে অত্র ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব সহ বিভিন্ন এলাকা থেকে শত শত লোকজন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম খোঁজখবর দিতে তাহার বাড়িতে হাজির হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *