কালিগঞ্জের জয়পত্রকাটীতে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন ১৮ই এপ্রিল থেকে শুরু
তাপস কুমার ঘোষ: সাতক্ষীরা কালিগঞ্জের জয়পত্রকাটী ৪৩ তম বার্ষিকী ২৪প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন ১৮ই এপ্রিল থেকে শুরু হবে। আগামী শুক্রবার বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও অধিবাস, শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে বিকাল ৬ টা হতে অনুষ্ঠিত হবে। শনি, রবি ও সোমবার ১৯, ২০ ও ২১শে এপ্রিল শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।জয়পত্রকাটী শ্রীহরি মন্দির প্রাঙ্গণে।
নামামৃত পরিবেশনায় থাকবেন- গোকুল কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ। জয় পাগল সম্প্রদায়, বাগেরহাট। প্রভূ প্রিয়া সম্প্রদায়,গোপালগঞ্জ। নব অষ্টসখী সম্প্রদায়, সাতক্ষীরা। বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, সাতক্ষীরা ও নিতাই গৌর সম্প্রদায়, সাতক্ষীরা।
২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, দুপুর ২টা থেকে বিকাল ৪টা এবং রাত্র ৮টা থেকে ১১টা পর্যন্ত আনন্দবাজার ভক্ত সেবা চালু থাকবে।
মঙ্গলবার (২২শে এপ্রিল )প্রভাতে নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন ও মহা প্রভুর ভোগ আরাধনান্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বুধবার (২৩শে এপ্রিল) শ্রী শ্রী রাধাগোবিন্দের পদাবলী কীর্ত্তন সময়-সন্ধ্যা ৭টা থেকে রাত্র ১২টা পর্যন্ত চলমান থাকবে। আযোজক কমিটির পক্ষ থেকে সাইকেল ও মটর সাইকেল রাখার সুব্যবস্থা করা হয়েছে॥