অনলাইনঅপরাধকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতির উপর হামলার প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের ১নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ ঢালীর উপর ন্যাক্কারজনক হামলার বিচার দাবী ও প্রতিবাদে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টায় বিষ্ণুপুরের বিভূতির মোড়ে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

ঝাড়ু মিছিলে ভুক্তভোগী ফিরোজ ঢালির পরিবারের সদস্যসহ শতাধিক স্থানীয় মহিলা অংশগ্রহণ করেন।

মিছিলকারীরা জানান, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামানের হুকুমে উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক বিষ্ণুপুর গ্রামের শাহজাহান মোড়ল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক চাঁচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন, হমিদুল সহ ১০/১২ জন সন্ত্রাসীস্টাইলে অতর্কিত হামলা করে যুবদলের সভাপতি ফিরোজ ঢালীসহ ৪ জনকে গুরুতর জখম করে। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।

তারা কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক রোকনুজ্জামান, শাহজাহান মোড়ল, চাঁচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন ও হমিদুলের শাস্তি দাবী করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে মহিলারা তাদের ঝাড়ু পেটা করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

মিছিলকারীরা ন্যাক্কারজনক হামলায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *