তালায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করলেন এসিল্যান্ড মাসুদুর রহমান
বিশেষ প্রতিনিধি, তালা: অবশেষে সাতক্ষীরার তালায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান।
রবিবার (১৩ এপ্রিল ) সকালে রাস্তার শ্রেণি সরকারি জায়গা অবমুক্ত করার নির্দশনা চেয়ে জেলা প্রশাসক বরাবর এই লিখিত আবেদন করেন তিনি।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জেলা প্রশাসক বরাবর আবেদনে গত শুক্রবার বিকালে সরকারি সার্ভেয়ার কর্তৃক মাপ-জরিপের পর এই আবেদন করেন সহকারী কমিশনার ভুমি। দীর্ঘ বছর যাবত তালা উপ- শহরের হাসপাতালের দক্ষিণ পাশে আশ্রিত আওয়ামী লীগের দোশর জাতীয় পার্টির নেতা ও আনোয়ার আলী (রিফুজি) ছেলে আব্দুল জলিল এই জায়গাটি জবর দখল করে তিনতলা ভবন নির্মাণ করে ভাড়া এবং নিজে দখল করে রেখেছেন। এই রাস্তার শ্রেণি সরকারি খাস জাগয়া দখল মুক্তের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান তালাবাসী।
এব্যপারে উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম জানান, তালা হাসপাতালের দক্ষিণ পাশে রাস্তার শ্রেণি খাস জমি আব্দুল জলিল দখল করে ভবন নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। যার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করি এবং জেলা প্রশাসক মহোদ্বয় মাপ জরিপ করে সেটি উদ্ধার করেছেন। এবং যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক মহোদ্বয় উচ্ছেদ অভিযান পরিছালনা করবেন বলে ধারনা করছি।
উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান জানান, জেলা প্রশাসক স্যারের নির্দশে মাপ জরিপ করে আমরা ৭.২৩ শতক রাস্তার শ্রেণি খাস জমি উদ্ধার করেছি এবং সরকারি খাস সম্পত্তি উদ্ধারের জন্য আবেদনও করেছি। স্যার যে সিদ্ধান্ত নেন আমরা তাতে একমত। এছাড়াও তিনি বলেন সরকারি খাস জমি উদ্ধার করলে সরকারি কর্মকর্তাদের মর্যাদা যেমন বাড়বে তেমনি সাধারণ জনগনেরও আইনের প্রতি আস্তা ও শ্রাদ্ধা বাড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোঃ মইনুল ইসলাম জানান, আমি কাগজপত্র সব হাতে পেয়েছি। রাতে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলব। উনি যেভাবে বলেন সেই ভাবে করা হবে। তবে ওটা উচচ্ছেদ হওয়ার সম্ভাবনা সময়ের ব্যাপার মাত্র। কারন জেলা প্রশাসক স্যার একজন পজেটিভ মানুষ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আমি সব কাগজপত্র হাতে পেয়েছি ওটা উচ্ছেদ হবে। আপনারা যে নিলাম কিনতে চান প্রস্তুতি নেন।