কালিগঞ্জকৃষিসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে জি-৯ কলাবাগান পরিদর্শন করলেন ইউএনও অনুজা মন্ডল

তাপস কুমার ঘোষ: কালিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মকহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস এসিপি) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ টায় মুকুন্দমধু সূদন পুর গ্রামের আদর্শ কৃষক মাসুদুর রহমানের আঙিনায় এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।

মাঠদিবসে বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দিন,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সিল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, আদর্শ কৃষক শেখ আবু আসলাম লাল্টু, জাহিদুর রহমান জাহিদ, মাওঃ আমজেদ হোসেন, সাবেক মেম্বর ফজলুর রহমান ময়না প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি অফিসার জিএম মাহফুজুর রহমান ও মূল বক্তব্য উউপস্থাপন করেন জি-৯ কলা চাষী মাসুদুর রহমান (জাদু)।

উল্লেখ্য যে, শারীরিক প্রতিবন্ধী মাসুদুর রহমান জাদু নিজেই পরিবারের বোঝা না হয়ে নিজেই চাষাবাদ ও ব্যবসা করে জীবিকা নির্বাহের পাশাপাশি সমাজসেবায় আন্তরিকতার সহিত অবদান রাখছেন। এ অনুষ্ঠানে কৃষক কৃষানী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *