অপরাধআশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির প্রতাপনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

নিজস্ব প্রতিনিধি: জমিজমা বিরোধের জের ধরে আশাশুনির প্রতাপনগরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন ্এবং একই সাথে হামলা চালিয়ে আহতদের ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন, রুইয়ার বিল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মালেক (২৬), আব্দুল মান্নানের ছেলে সাহাবুদ্দীন গাইন (২৪), খতিব আলী গাইনের ছেলে সাইদুল গাইন (২৭), মোশারফ হোসেন সানার স্ত্রী সালমা খাতুন (৩৫) ও মান্নান আলী গাইনের ছেলে মেজবাহ গাইন (২২)। আহতদের মধ্যে আব্দুল মালেক ও সাহাবুদ্দীন গাইনের অবস্থা মারাত্মক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা আশাশুনির বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাটি বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ার বিল গ্রামে ঘটে।

জানা যায়, উপজেলার রুইয়ার বিল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকাল ১০ টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে ফিল্মী স্টাইলে হামলা চালায় এবং তাদের ঘর বাড়ী ভাংচুর করে। অভিযুক্তরা হলেন, রুইয়ার বিল ও গড় কোমরপুর গ্রামের মৃত. ফজর আলী গাইনের ছেলে ইদ্রিস গাইন (৫৫), ইদ্রিস গাইনের ছেলে তুহিন গাইন (৩০), মৃত ইনতাজ আলীর ছেলে সিরাজুল গাইন (৫০), মৃত. ফজর আলী গাইনের ছেলে সিদ্দীক গাইন (৫০), মনিরুল শেখের ছেলে আজমল শেখ (৩৫), আজমল শেখের ছেলে উজ্জল শেখ (২০), রাজ্জাক গাইনের ছেলে সাইফুল গাইন (৩০), মোয়াজ্জাম গাইন (২৩), মাজেদ আলী গাইনের ছেলে ফারুক গাইন (৩৫), সিদ্দীক গাইনের ছেলে আশাফুল গাইন (২৫) ও শরিফুল (১৮), ইনতাজ গাইনের ছেলে আসাদুল গাইন (২৭), মৃত মোতালেব গাইনের ছেলে ইউনুস গাইন (২৬), ইউনুস গাইনের ছেলে এরমান গাইন (২০), সিরাজুল গাইনের ছেলে আবু মুছা (২৭), ইনতাজ আলী গাইনের ছেলে মিজানুর গাইন (৩০), দাউদ গাইনের ছেলে আল মামুন (২২)সহ অজ্ঞাত ৩০/৩৫ জন।

চিকিৎসাধীন আব্দুল মালেক বলেন, জমি জমা ্ও পূর্বশত্রুতার জেরে মহিলাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উপরোক্ত ব্যক্তিরা দেশীয় দা, শাবল, লোহার রড, বাশের লাঠি নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এমন কি আমাদেরকে চিকিৎসা নিতে দেবেনা বলে তারা আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে। আমাদের মা বোনেরা ভয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। পরে তাদেরকে বাড়িতেও ঢুকতে দিচ্ছে না।

এ বিষয়ে সাহাবুদ্দীন গাইন বলেন, তারা আমাদের আটকিয়ে রেখে হত্যার উদ্দেশ্যে দেশিয় দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *