কৃষিসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ‘ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

সোহরাব সবুজ: সোনালী ধানে ভরে গেছে কৃষকের মাঠ। দিগন্ত জোড়া বিস্তীর্ণ ভূমি এখন পূর্ণ ধানের ফসলে। সাতক্ষীরায় চাষাবাদের জমিগুলোতে ইরি চাষে এবারে বাম্পার ফলন। তাই এই ধানের শীষেই এখন স্বপ্ন দুলছে কৃষকের। কয়েকটি অঞ্চলে সরেজমিনে দেখা যায় এই কৃষি চিত্র।

জেলার দেবহাটা উপজেলার পারুলিয়ার বৃহৎ পরিসরের চাষী ও আদর্শ কৃষক গাজী নজরুল ইসলাম, কবির হোসেন সহ কয়েকজন জানান ধান চাষের মধ্যে রূপসী বাংলা, আঠাশ, বোরো, চায়না-১, চায়না-২ ইত্যাদি বেশি প্রাধান্য পেয়েছে।

সামান্য কিছু কিছু জায়গায় এই ধান কাটা শুরু হলেও অধিকাংশ জমিতে ধান কাটা শুরু হবে এখনো প্রায় এক সপ্তাহ পর অর্থাৎ ১৪/১৫ এপ্রিল থেকে। যদিও এখনো এক-তৃতীয় অংশ জমির ধান কাঁচা ও আধা পাকা, কিছু ধান আবার ফুল আসার শুরুতে। এসব সার্বিক চিত্র দেখে ও তথ্য মতে বলা যায়, পুরো এপ্রিল মাস জুড়ে কৃষক তার স্বপ্নের ধানগুলো বাড়ির আঙিনায় তুলবে। এরমধ্যে ঝড়, বৃষ্টি বা শিলা-বৃষ্টি ইত্যাদি হলে কৃষি ক্ষয়ক্ষতির ও আশঙ্কা করছেন কৃষকেরা।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি না হলে কৃষকরা আশা করছেন সাতক্ষীরায় হেক্টর প্রতি এবার ধান হতে পারে ২৩০ মণ থেকে ২৪০ মণ। যার মূল্য আসে প্রায় হেক্টর প্রতি গড়ে ২ লক্ষ ৭০ হাজার থেকে প্রায় তিন লক্ষ টাকা। আর তবেই সাতক্ষীরা সহ দক্ষিণাঞ্চলের কৃষকগণ ধান চাষে লাভের মুখ দেখবেন এবং স্বপ্ন পূরণ হবে বলে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *