শার্শা সীমান্তে ৯৬ কেজি গাঁজাসহ আটক-১
হাসানূল কবীর, শার্শাঃ যশোর শার্শার সীমান্তবর্তী মানিকিয়া গ্রাম থেকে ৯৬ কেজি গাঁজাসহ সবুজ হোসেন মুন্না (২৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬ঃ৫০টার দিকে উক্ত মাদকসহ আসামী মুন্নাকে আটক করা হয়।
র্যাব-৬ সিপিসি-৩ এর অধিনায়ক মোঃ রাসেল এক প্রেস রিলিজ-এ জানান, কতিপয় মাদক বিক্রেতা বেনাপোল পোর্ট-থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ মিনাজুল এর বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল সকাল ৬.৫০টার দিকে মিনাজুলের বাড়ীতে অভিযান চালালে প্রবাসী মিনাজুলের ছেলে সবুজ হোসেন মুন্নাকে আটক করতে সক্ষম হয়।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক তাদের রান্নাঘর থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৯,২০,০০০/- (উনিশ লাখ বিশ হাজার টাকা)। মুন্না ভারত থেকে গাঁজা এবং বিভিন্ন মাদক এনে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত সরবরাহ করে আসছে। আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।