কালিগঞ্জ

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর গণইফতার

কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ-ইফতার মাহফিল মঙ্গলবার (২৫ মার্চ) সাতক্ষীরার কালিগঞ্জের শহীদ সামাদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াত এ গণইফতারের আয়োজন করে।

কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে পারলেই ইহকালীন সুখ ও পরকালীন মুক্তি পাওয়া যাবে। ইসলামে যাকাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে। তিনি সবাইকে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে জীবন পরিচালনার আহবান জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমীর কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণ ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দহহ প্রায় ৩হাজার রোজাদার অংশগ্রহণ করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *