কেশবপুরে সাবেক এমপি আজিজুলসহ ২০ জনের নামে মামলা
কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার আজিজুল ইসলামের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে। মামলায় আরও ১৯ জনের নাম আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাত করার চেষ্টার অভিযোগে মামলাটি হয়।
গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিরাজ হোসেন মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বেলা আড়াইটার দিকে সাধারণ শিক্ষার্থীরা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন। বেলা পৌনে তিনটার দিকে সাবেক এমপি খন্দকার আজিজুল ইসলামের নির্দেশে সমন্বয়ক মিরাজ হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কেশবপুরের সাবেক এমপি আজিজুলকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, যশোর জেলা পরিষদের সাবেক সদস্য টিপু সুলতান, এমপির ভাই শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল মামুন, এমপির একান্ত সহকারী প্রান্ত সাহা প্রমুখ।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সাবেক এমপির বিরুদ্ধে গত ২৯ জুলাই থানায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
খন্দকার আজিজুল ইসলাম যশোর-৬ আসন থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।