তালায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা
মোঃ তাজমুল ইসলাম, তালা: তালা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ মার্চ) বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল’র সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় তালা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।