কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ইফতার মাহফিল
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে ফাউন্ডেশনের সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে ও সহ-সম্পাদক ইয়াছিনের সঞ্চালনায় ফাউন্ডেশনের নিজস্ব অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সহকারী শিক্ষক মোস্তাহিদ লিটন,মাহমুদুর নবী, সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহাবুদ্দিন ছোট, আহ্বান সোসাইটির প্রতিষ্ঠাতা রুহুল আমিন, বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম আর মোস্তাক আহমেদ ও কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, হোপ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর নিজেদেরপুর উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ,সহ সাংগঠনিক সম্পাদক রাসেল মেহেদী,সহ কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, সদস্য আবু হুরায়রা,রাকিব,আনিসুর রহমান, রায়হান বাপ্পা,রিফাত,নাহিদ,মিয়ারাজ, সুজন, শাহিন পারভেজ, আশিক, টুটুল,নাঈম, মোস্তফা কারিকর, আবুল হোসেন, মোরশেদ কারিকর,আইজুল হালদার প্রমূখ।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মিসবাহ উদ্দিন।এছাড়া আরো উপস্থিত ছিলেন নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।