কালিগঞ্জের নলতায় বিএনপির ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান রোববার (২৩মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠানে নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির, দেবহাটা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের পিপি সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দেবহাট, আশাশুনি ও কালিগঞ্জ উজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।