তালার জালালপুরে ঈদের চাল বিতরণের উদ্বোধন করেন ইউএনও
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এই ইউনিয়নের ১০০৪ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
রবিবার (২৩ মার্চ) সকাল ৯ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এই চাল বিতরণ উদ্বোধন করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই চাল বিতরণ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, কাইয়ুম হোসেন, রমা রাণী ঘোষ, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, হেনা খাতুন, বিউটি খাতুন ও ফিরোজা খাতুন এসময় উপস্থিত ছিলেন।