কালিগঞ্জের বিদ্যুৎ উপকেন্দ্রে লাইন ফিডার জয়েন্টে শর্ট-সার্কিট থেকে অ*গ্নি*কা*ন্ড
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনের একটি খুটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালিগঞ্জ- শ্যামনগর জয়েন্ট ফিডারে সট-সার্কিটের ফলে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিদ্যুৎ অফিসের দুইজন কর্মচারী কাজ করছিল। তাদের এক জনের নাম মোস্তফা। তিনি আহত হলেও তারা দ্রুত সটকে পড়েন। অল্পের জন্য বেঁচে গেছেন আব্দুল বারীর পরিবারসহ ৫/৬ টি পরিবার।
স্থানীয় প্রত্যাক্ষদর্শী আব্দুর রহিম বলেন কালিগঞ্জ ও শ্যামনগর লাইনের জয়েন্ট ফিডারে সংযোগ পরিবর্তনের সময় সর্ট-সাকিট হয়। এসময় বৈদ্যুতিক লাইন সচল ছিল। সাট-ডাউন না নিয়ে জয়েন্ট ফিডারে ত্রুটিপূর্ণ লাইন চেঞ্জ করার সময় অনিয়মতান্ত্রিক সংযোগ করার চেষ্টা করে। এসময় বার বার সট-সার্কিট হয়। যার ফলে তার ছিড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ ২৩ মিনিট ধরে বাড়ীর উঠোনে লাগাতার ফায়ারিং হয়েছে। হাই ভোল্টেজ ফায়ারিংয়ের কারনে ব্যাপক আগুন তৈরী হয়। আমরা ভয়ে ঘরবাড়ী ছেড়ে দেই। অবশ্য পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিভিয়ে ফেলে। মুহুর্তের মধ্যে হাজার হাজার মানুষ বিদ্যুৎ অফিসের সামনে এসে জড়ো হয়। কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় ভুতুড়ে অবস্থা তৈরী হয়।
বিদ্যুৎ উপ-কেন্দ্রের ৩৩ কেভি কালিগঞ্জ- শ্যামনগর লাইনের জয়েন্ট ফিডারের খুটি স্থানীয় আব্দুল বারীর বাড়ীর উঠানে বসানো। তিনি বলেন আমি বারবার বিদ্যুৎ অফিসকে বলছি, আপনারা আপনাদের জয়েন্ট ফিডার খুটি সরিয়ে নেন। লাইন পরিবর্তনের সময় এখানে সট-সার্কিট তৈরী হয়। আমরা ভয় পাই। আমাদের ঘরে শিশুরা আছে তারাও ভয় পায়। কিন্তু তারা আমার কথা শোনেনি। এখন দেখি আমরা জীবন মরণ সমস্যার মধ্যে বসবাস করছি।
কালিগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে একটি সূত্র জানায়, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সাট-ডাউন নেয়নি। ফিউজ কাট-আউটের ব্যারেল নীচে ঝুলিয়ে রাখা ছিল। লাইনের ত্রুটি নিরসন না করে ব্রেকারের মাধ্যমে ত্রুটিপূর্ণ লাইন চালুর চেষ্টা করেছে সাথে সাথে কানেক্টর না চেপে টুইষ্টিং করেছে। এর পাশাপাশি ঐ জয়েন্ট ফিডারে ব্যবহৃত মালামাল নিন্মমানের ও পুরাতন জ্বরাজীর্ণ যার কারনে লুজ কানেকশন থাকা ও কন্ডাক্টর রেডহট হওয়া হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।
আগুনের সূত্রপাত নিয়ে মতবিরোধ থাকলেও কালিগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের দুর্বল নিরপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সন্দেহ নেই স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের।
একাধিক ব্যক্তি অভিযোগের সুরে জানান, সট-সার্কিট থেকে যেকোনো সময়ই আগুন লাগতে পারে। এ জন্য বিদ্যুৎ উপকেন্দ্রে লাইন ফিডার জয়েন্টে সার্কিট ব্রেকারসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। কেন এতবড় একটি দুর্ঘটনা ঘটলো তা তদন্ত হওয়া জরুরী। অদক্ষ কর্মচারী, নিম্নমানের যন্ত্রপাতি নাকি তদারকির অভাব এ জন্য কারা দায়ী, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরী।
বিষয়টি নিয়ে কালিগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন সট সার্কিটের কারনে এমন ঘটনা ঘটেছে,ঘটতেই পারে। তবে আমরা আরও সতর্ক হবো।
কালিগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে কালিগঞ্জ শ্যামনগর জয়েন্ট ফিডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় তিনি ক্ষতিগ্রস্থ আব্দুল বারীর বাড়ীসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনো দেন।