কালিগঞ্জে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা
তাপস কুমার ঘোষ: কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে করনীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীব বৈচিত্র্যের নীরব ঘাতক উল্লেখ করে কর্মশালায় ক্ষতিকর দিকগুলোর বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
তিনি বলেন, সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমাতে হবে বিশ্বজুড়ে বর্তমানে প্রতি মিনিটে ১০ লাখ পলিথিনের ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় । অপচনশীল প্লাস্টিক বর্জন পরিবেশে ৪০০ বছর থেকে প্রায় ১০০০ হাজার বছর পর্যন্ত টিকতে পারে।
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার এস আই প্রদীপ রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বাজার কমিটি প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনতে হবে ।অন্যকে সচেতনতা সৃষ্টিতে ব্যাপারে প্রচার প্রচারনা, ঘটাতে হবে এর বিকল্প ব্যাগ-বস্তা তৈরি এবং বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীদের বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে, প্লাস্টিক পলিথিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও সকলের অভিমত ব্যক্ত করা হয়। সবাই যার যার জায়গা থেকে পলিথিন বর্জন করার অঙ্গীকার ব্যক্ত করেন।