কালিগঞ্জের রতনপুরে বিএনপি’র ইফতার মাহফিল
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় কদমতলা (পিডিকে) ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডঃ মনিরুজ্জামান।
কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক শফিক আহমেদ দবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট এস,এম আরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সমাজসেবক ফজলুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রউফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুর রফিক, আব্দুস সবুর ও আমিনুর রহমান।