কলারোয়া

কলারোয়ায় পাওনা টাকা চাওয়ায় প্রান গেলো সাবেক ছাত্রদল নেতার

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে আহত করার ৩৫ দিন পর মৃত্যু হলো কলারোয়া উপজেলার শাহরিয়ার হোসেন তুরানের। তিনি উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালচাতর গ্রামের মৃত আবদুল হামিদ সরদারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের নিজ বাড়িতে তুরান মারা যান।

তুরানের চাচা আবদুর রশিদ সরদার জানান, গত ১২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তুরান উপজেলার কাজীরহাট বাজারের মাংস ব্যবসায়ী মনিরুল ইসলামের দোকানে পাওনা টাকা চাইতে যান। এ সময় মনিরুল টাকা দেবেন না বলে টালবাহানা শুরু করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাজারের লোকজন এসে তাদের থামিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর তুরানের দোকানের সামনে গিয়ে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করেন মাংস ব্যবসায়ী মনিরুল। এতে তুরান গুরুতর জখম হন এবং মাটিতে পড়ে যান। বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযুক্ত মনিরুল ইসলাম কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন ৬নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।

আবদুর রশিদ সরদার জানান, মাথায় আঘাতের কারণে তুরান ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উন্নতি না হওয়ায় খুলনা সিটি হাসপাতালে ভর্তি করে মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে বাড়ি আসার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তুরান। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কেরালকাতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল জব্বার লিটিল বলেন, মনিরুল ইসলাম ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কি না তা এই মুহূর্তে বলতে পারছি না। কাগজপত্র দেখে পরে জানানো যাবে।

এদিকে সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মনিরুল কেরালকাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সে তুরানকে ইট দিয়ে আঘাত করে। এরপর আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তুরানের মৃত্যু হয়। কাজিরহাট বাজার বনিক সমিতির কমিটিকে ঘিরে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, মনিরুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১৪ তারিখ ১৮-০৩-২৪। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *