টিআইবি’র এসিজি গ্রুপের সমন্বয়ক হলেন সাংবাদিক বিপ্লব
স্টাফ রিপোর্টার: টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ভূমি সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) ভূমি’র সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন।
সম্প্রতি টিআইবি সাতক্ষীরা কার্যালয়ে সনাকের এক সভায় এসিজি সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য বিপ্লব হোসেনকে সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়।
সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন জানান, ‘ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে, অনেক ভুল ধারণাও রয়েছে, এটা দূর করার জন্য আমরা কাজ করছি। আমরা মনে করি সেবা সম্পর্কে তথ্য সাধারণ মানুষের নিকট এখনও পরিষ্কার না। আর তাই সকল পক্ষ নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। তাহলেই আমাদের সাতক্ষীরার ভূমি অফিসের সেবার মান বাড়বে’।