কালিগঞ্জের বিষ্ণুপুর হাইস্কুলের সভাপতি হলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
তাপস কুমার ঘোষ: কালিগঞ্জের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিধান মালা ২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) এর অধীন সদস্য সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয়ের পরিদর্শক ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে ১৬/৩/২০২৫ তারিখ বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকবর আলী,অভিভাবক সদস্য শেখ শহিদ উদ্দিন এবং সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকার সকল স্তরের অভিভাবক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।