কয়রাখুলনাডুমুরিয়াপাইকগাছা

খুলনার রূপসায় যুবতীকে ধ*র্ষ*ণ মা*ম*লা*য় আ*ট*ক-১

নাজমুল আলম মুন্নাঃ রূপসায় এক যুবতীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন যুবতীর মাতা। পুলিশ রাতুল নামে এক যুবককে গ্রেফতার করেছে। আসামীরা হলেন, রাতুল মাঝি, শুকুর আলী, রতন ও মহাসিন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার রবিউল ইসলাম পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে। সে একজন রিকসা চালক। তার মেয়ে।

গত ১৩মার্চ সন্ধ‍্যার পর পাশের বাড়িতে তারাবী নামাজ পড়তে যাবার পথে মাছের ঘেরের পাশে পৌছালে রাতুলসহ অন‍্যান্যরা যুবতীর মুখ চেপে ধরে জাকির এর কলা বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। বাড়িতে এসে ঘটনার বিষয়টি যুবতী তার পরিবারকে জানায়। তারা আইনগত ব‍্যবস্থা নিতে চাইলে আসামী মহাসিন মামলা না করার জন‍্য ভিকটিম পরিবারকে হুমকি প্রদান করে বলে এজাহারে উল্লেখ করেছেন। রূপসা থানায় মামলা নং-১৩, তাং–১৫/৩/২৫ইং।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, স্থানীয় ভাবে বিষয়টির মিমাংসার চেস্টা করা হচ্ছে। তবুও
মামলার প্রধান আসামী রাতুলকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *