সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল
শহর প্রতিনিধি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মার্চ) শহরের কফিভিলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস’র কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন, উপদেষ্টা আব্দুর রশিদ, জেলা স্কাউটস্ এর কমিশনার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ-সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক সালাউদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আবু সাঈদ, আল মামুন, এসএম বিপ্লব হোসেন, তাহমিদুর রহমান, ইয়াকুব আলী, নাহিদুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নসিঁড়ির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।