সাতক্ষীরায় ২০০ পিস ট্যাবলেটসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার পন্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস অন্যাগ্রা ট্যাবলেটসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোমরা, গাজিপুর, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভাদিয়ালী হতে ৩০ হাজার টাকা মূল্যের ২০০ পিচ ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে ।
এছাড়া, ভোমরার লক্ষীদাড়িও ঘোঘপাড়া হতে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল, সামদের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছার শাল বাগান হতে ৩৩ হাজার ৬শ টাকা মূল্যের ভারতীয় চশমা এবং ভাদিয়ালী ও ছবেদার মোড় হত ৯০ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবি। সর্বমোট ৩ লাখ ৫৩ হাজার ৬শ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোঃ আশরাফুল হক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।