কলারোয়াসদর

ঝাউডাঙ্গা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ট্রাক ও চালক আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের ঝাউডাংগা চেকপোষ্টে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় ফেনসিডিল ও বাংলাদেশী ট্রাক আটক করেছে বিজিবি।
আটক ট্রাক ড্রাইভারের (লাইসেন্স বিহীণ) নাম মোঃ হোসেন (২৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা (বাঁকাল) গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে এ আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যগণ তল্লাশি করে ১ জন আসামীসহ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ড্রাইভারসহ ১টি ট্রাক আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঝাউডাংগা চেকপোষ্ট এলাকার টহল কমান্ডার নায়েক কাজী হরমুজ আলী এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ খালী ট্রাকটি বেপরোয়া গতিতে ঝাউডাংগা চেকপোষ্ট এর দিকে আগমনকালে দূর হতেই থামানোর সিগন্যাল দিলেও ট্রাক চালক না থামিয়ে বেপরোয়া গতিতে আসতে থাকে। এ সময়ে চেকপোষ্টে বিদ্যমান গতিরোধক দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে উক্ত ট্রাক তল্লাশী করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইলফোন পাওয়া যায়।

উল্লেখ্য, আটককৃত চালকের নিকট কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তার ড্রাইভিং লাইসেন্স নেই। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মাদকদ্রব্য ও ট্রাকসহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নম্বর-২৩, তারিখ ১৩ মার্চ ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *