কালিগঞ্জ

নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: মাদক সেবনের প্রতিবাদ করায় দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে তিন যুবককে বাড়ি থেকে তুলে এনে ইউনিয়ন পরিষদে আটক রেখে অমানুষিক নির্যাতন করেছেন কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। এর প্রতিবাদে বুধবার বিকেল ৫ টায় প্রেসক্লাবের নিকটে মাববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী অহিদুল ইসলাম , আবু হুরায়রা, মমিনুর রহমান সহ সেহারা গ্রামের হেলাল হোসেন, নাসির হোসেন, রফিকুল ইসলাম ,জাহাঙ্গীর আলম সহ একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে বলেন, গত রবিবার রাত আনুমানিক ৭ টার দিকে সেহারা গ্রামের বিলের মৎস্য ঘেরের বাসায় স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের সমর্থক মাদকাসক্ত শরিফ, রেজা, সাদ্দাম হোসেন বসে গাজা সেবন করছিল ।

ঐ সময় সেহারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অহিদুল ইসলাম প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট করে । উক্ত ঘটনা জানতে পেরে তার সহপাঠী একই গ্রামের মমিনুর রহমান, হেলাল হোসেন, আবু হুরায়রা ,নাসির হোসেন ওই বাসায় যেয়ে প্রতিবাদ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিট সংঘটিত হয় । উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য হাবিবুর রহমান এবং তার পক্ষের ভুক্তভোগীরা বিষয়টি নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানায় ।

এ ঘটনায় গত বুধবার বেলা ১১ টার দিকে ৮/৯ জনের একটি চৌকিদারের দল পাঠিয়ে বাড়ি থেকে অহিদুল ,আবু হুরায়রা এবং মমিনুর কে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় । ওই সময় ৩ জনকে বেঁধে বাবা ও মায়েদের সামনে চেয়ারম্যান নিজে লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন করে। বেলা ১২ টার দিকে তাদেরকে ছেড়ে দেয়। উক্ত ঘটনা জানতে পেরে নলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনগণ ফুসে ওঠে এর প্রতিবাদে বিকালে কালিগঞ্জ প্রেসক্লাব চত্বরে যেয়ে চেয়ারম্যান আজিজুর রহমান এবং ইউপি সদস্য হাবিবুর রহমানের শাস্তি দাবী করে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ ব্যাপারে ইউপি সদস্য হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এলাকার অহিদুল আবু হুরায়রা মমিনুর সহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক এলাকায় চাঁদাবাজি ঘের দখল সহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে এই সমস্ত কাজে প্রতিবাদ করায় গত ২/৩ দিন আগে ৩ জনকে মারধর করে। উক্ত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাদেরকে ধরে নিয়ে যায় এর বেশি আমি কিছু জানিনা।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, অহিদুল, আবু হুরায়রা, মমিনুল, নাসির ,হেলাল সহ বেশ কিছু চাঁদাবাজ ,সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এলাকায় চাঁদাবাজি, ঘের দখল মাদক কারবারে লিপ্ত । এ সংক্রান্ত বিষয়ে চৌকিদার পাঠিয়ে তাদেরকে ধরে আনা হয়। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন – অর রশিদের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এ বিষয়ে কোন অভিযোগ এখনো পর্যন্ত হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *