কালিগঞ্জ

কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১০টায় কালিগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাবে সাহিত্যিক অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

রূপান্তরের সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য রাখেন খালিদ লামি।

বক্তারা বলেন বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো, সুন্দরবনের দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে সচেতন করতে হবে। কর্ম এলাকায় একটি করে যুব নেটওয়ার্ক গঠন করতে হবে, যাদের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণ প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করতে হবে এবং এই দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঐতিহ্যবাহ সুন্দরবনে প্লাস্টিকের কারণে যে ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরা হয়। অন্যান্যদের মধ্যে এনজিও প্রতিনিধি, সমজাকর্মী, মৎস্য জীবি, শিক্ষক, কবি সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ উপজেলার যুব ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *