তালা

তালা উপজেলায় শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল

ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২ টা তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা-কলারোয়া গণমানুষের নেতা, আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি, মোঃ আব্দুস সবুর, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ।

বক্তব্য রাখেন, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ আফতাব উদ্দীন, পটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের কে আগামী দিনে জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি চাঁদবাজ মুক্ত হবে।

এরআগে সকাল ১০ টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *