অপরাধআইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

গাজী হাবিব: সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের বাইসাকেল চুরির অভিযোগে মোঃ আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনার ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি/পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করে।

পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ প্রেরণ করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা প্রদান করে।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

পরবর্তিতে রাত ০১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল হতে সরিয়ে নিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌছানোর ব্যবস্থা করে বিজিবি।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, উক্ত বিষয়ে কোন প্রকার বল প্রয়োগ না করে বিজিবি কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *