কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন কৃষক দলের ইফতার মাহফিল
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ-২৫) বিকালে রতনপুর পি ডি কে ফুটবল মাঠে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মেম্বার রফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শহিদুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক আবু মোস্তফা ইয়াছিন, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মেম্বার শহিদুল ইসলাম বদরু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা জাসাস এর আহ্বায়ক জি এম মুরশীদ আলী, যুগ্ম আহ্বায়ক শাহাজাহান মোড়ল, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
এসময়ে বক্তব্যরা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তাগন আরো বলেন সকল ভেদাভেদ ও রেষারেষি ভুলে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে সু- সংগঠিত করতে হবে। কদমতলা মাঠের এই ইফতার মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক কর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।