তালা

প্রতারণার অভিযোগে তালায় ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

অভিযুক্তরা হলেন উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মোঃ আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার অসাদু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের টাকা গ্রহণ করে তাদের একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই প্রতারণার পরিমাণ প্রায় ২৯ লক্ষ ৯০ হাজার টাকা।

এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রতারণার সত্যতা নিশ্চিত হলে দন্ডবিধির ৪০৬/৪২০/৪০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে রুজু করেন জেলা কার্যালয়, খুলনার উপ পরিচালক মোঃ মহসিন আলী। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মামলা নং ৫, তারিখ: ৯ মার্চ ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *