সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ডিসির নির্দেশ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া চলতি ইরি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ করা, সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেওয়া, ফরমালিন ও পুশ মুক্ত চিংড়ি উৎপাদন করা, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা, লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক গুলো বন্ধ করা এবং জেলার চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে জোরালো প্রক্ষেপ গ্রহণ করা, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

রবিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো.ফাহিম কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো.আব্দুস সালাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু, র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার যিয়াদ, কোস্ট গার্ড’র আসাদ, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, এনএসআই, ডিজিএফআই’র কর্মকর্তা, বিজিবি’র প্রতিনিধি, নৌপুলিশ, আনসার ব্যাটালিয়নসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *