তালা

তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯মার্চ) সকাল ৯ টায় তালা সরকারি কলেজ প্রাঙ্গনে তালার ৫টি ইউনিয়নের ৭০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, ইফতার সামগ্রী হিসেবে প্রতি বস্তায় ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল ও মসুরের ডাল দেয়া হয়েছে।

ইমরান রাব্বির সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

এসময় আরও বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল প্রতিনিধি সোয়াইব হোসেন, তালা উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, তালা কাসেমুল উলুম মাদ্রাসার মুফতি আইয়ুব আলী সিদ্দিকী।

ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত অতিথিবৃন্দ ও উপকারভোগীরা তালাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা কার্যক্রমকে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *