কলারোয়া

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এসএম ফারুক হোসেন, কলারোয়া: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরেুমে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহুরুল ইসলাম। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নরুননাহার আক্তার।

এসময় উপস্থিত থেকে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা সিদ্দিকা, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব বালা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারীকে সম্মান করতে শিখতে হবে। নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। তাদের ভিন্ন ভাবে দেখা যাবে না। ছেলে বা মেয়ে হওয়ার কারনে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। সব কাজেই পুরুষের পাশাপাশি নারীর ভুমিকা রেয়েছে।

তিনি আরও বলেন, নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের ভুমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এসময় তিনি, নারী উন্নয়নে নারী-পুরুষ সকলেই একসাথে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ নারীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *