কৃষিসদর

লবনাক্ত অঞ্চলে চাষাবাদের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি: উপকূলীয় লবনাক্ত অঞ্চলে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বিভিন্ন ফসল চাষাবাদের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এ কর্মশালা সাতক্ষীরার বিনেরপোতার বিনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি খুলনা অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারি গাজিপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পার্টনার প্রকল্পের ডিপিডি ড. মো: ফারুক হোসেন, তৈল বীজ গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাসুদ করিম, বারি সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জগদীশ চন্দ্র বর্মন বলেন, সাতক্ষীরা একটি উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা খুলনার কৃষি দেশের অন্য অঞ্চলের মতো নয়। এখানে লবনাক্ততা বেশী। তার সাথে রয়েছে তীব্র জলাবদ্ধতার প্রকোপ। জলবায়ু আবহাওয়া ও ভৈাগলিক অবস্থাকে বিবেচনা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আবিস্কার করেছে নানা জাতের নানা ধরনের ফসল। ফসল গবেষণায় বারির সফলতা উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষদের জন্য এনেছে যুগান্তকারী পরিবর্তন। কৃষকরা বারির সকল ফসলে বিপ্লব সৃষ্টি করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে হবে।

কৃষক প্রশিক্ষনের এই আয়োজনে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তের সফল ও অর্ধশতাধিক প্রান্তিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষক কৃষাণীরাও তাদের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে তুলে ধরেন। কৃষি বিজ্ঞানী তারই আলোকে সমাধানের উপায় উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *