কালিগঞ্জ

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার মতবিনিময় ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালনে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই মার্চ) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা’র সভাপতিত্বে ও জাফর সাদিক এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মদ উল্যাহ বাচ্চু, সহ সভাপতি ইশারাত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য জিএম সাগর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, ফজলুর রহমান ও শেখ সলেমান মামুন।

এছাড়াও আছমা খাতুন, রাশিদা খাতুন, হাসনাহেনা, রহিমা খাতুন প্রমুখ। আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারীদিবস ২০২৫ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভাশেষে প্রেসক্লাবের সামনের সড়কে নারীদের নানান দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *