অপরাধআইন আদালতকেশবপুরতালা

বাল্য বিবাহ: তালায় স্বামীর ৪০ দিনের জেলসহ জরিমানা

ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: ১৫ বছরের কিশোরীকে বিয়ে করার দায়ে তালায় স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে তালার নেহালপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বামী মো. আবু নাহিদ রোচি খান’র উপর এই দন্ডাদেশ হয়।

সূত্রে জানাগেছে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের ছেলে মো. আবু নাহিদ রোচি খান গত সোমবার খুলনার নোটারী পাবলিকের মাধ্যমে তালার নেহালপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেন। ওই কিশোরী কেশবপুর সদরের একটি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে অধ্যায়নরত। বিয়ের পর গত বুধবার স্বামী রোচি খান শশুর বাড়িতে বেড়াতে আসলে বিয়ের বিষয়টি জানাজানি হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কনের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিশোরীর স্বামী মো. আবু নাহিদ রোচি খানকে ৪০ দিনের কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একইসাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ১৮ বছর বয়ষ পূর্ন না হওয়া পর্যন্ত কনের ঘর-সংসার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *