তালার প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি হাবিব
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালার বাজার বর্ণিক সমিতির আহবায়ক সরদার নুরুল ইসলামের পিতা আবুল কাসেম সরদার ও ওয়ার্ড বিএনপি নেতা কোহিনুর মেম্বরের কবর জিয়ারত করেন সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে কবর জিয়ারত করেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপি নেতা সাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, তালা বাজার বণিক সমিতির আহবায়ক সরদার নুরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য নুর ইসলাম বিশ্বাস
উপজেলা মহিলা দল নেত্রী ও ইউপি সদস্য শিরিনা সুলতানা এসময় উপস্থিত ছিলেন।