সাতক্ষীরায় ২০৬ বোতল ফেন্সিডিলসহ প্রায় ১৪ লক্ষ টাকার পন্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
রবিবার (০২ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
এর আগে শনিবার (১ মার্চ) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করে। সব মিলিয়ে দুদিনে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করে বিজিবি।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বৈকারী বিওপি’র সদস্যরা দাঁতভাঙ্গা মোড় থেকে ২০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। পদ্মশাখরা বিওপির সদস্যরা ঘোষপাড়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির সদস্যরা বোস্তানের ঘের হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির সদস্যরা নারানজোল থেকে ৩৪ হাজার ০৭২ টাকা মূল্যের ভারতীয় কাজুবাদাম, পলিব্যাগ, আমল দুধ ও প্রসাধনী সামগ্রী আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা গেড়াখালি হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী আমবাগান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ৬ লাখ ৩২ হাজার ৪৭২ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
এছাড়া, শনিবার ভোমরা বিওপির সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির সদস্যরা ৪২ হাজার ৩২১ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী, কালিয়ানী বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ এবং মাদরা বিওপির সদস্যরা ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
এই দুই দিনে মোট ১৩ লাখ ৬৯ হাজার ৭৯৩ টাকা মূল্যের এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।