কলারোয়াশিক্ষাঙ্গন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিদায়ী সংবর্ধনা, নবীন বরণ ও পুরষ্কার বিতরণ 

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, বিদায়ী শিক্ষার্থী রিফাত হোসেন, দুর্জয়, অথৈ পাল রিংকু, সেলিম রেজা, শিক্ষার্থী সোহেল তানভীর, চাঁদনি জামান, তাহমিদ হাসান, শ্রেয়ান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।  শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী আল আমিন, প্রান্ত কর্মকার ও রীতা বিশ্বাস। অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *