কালিগঞ্জের কৃষ্ণনগরে একরাতে দুই বাড়িতে চুরি
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লীতে চেতনা নাশক স্প্রে করে পরিবারের সকলকে অজ্ঞান করে চুরি সংঘটিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে একই রাতে পৃথক দুই বাড়িতে গ্রীলকেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে গেছে চোরচক্র। ঘটনা জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।
সরেজমিন সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গা গ্রামের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মৃতঃ মাওলানা আব্দুর সাত্তার বিশ্বাসের ছেলে খালিদ মোকাররম দুলদুল এর বাড়িতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১ টা ২০ মিনিটে দুধর্ষ চোরচক্র প্রাচীর টপকিয়ে মূল গেটের ও ঘরের গ্রীলের তালাভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
একই রাতে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার শেখের বাড়িতে একই স্টাইলে ঘরে ঢুকে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ৬/৭ জনের সংঘবদ্ধ চোরচক্র।
এ বিষয়ে জানতে চাইলে,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।চোর চক্রের সদস্য ধরতে পুলিশ অভিযানে নেমেছে।