বাবুলিয়া হাইস্কুলে মানবপাচর প্রতিরোধে ক্যাম্পেইন
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদরের বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মানবপাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রূপান্তরের আয়োজনে মানবপাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে প্রচারাভিযানের অংশহিসেবে বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আশ্বাস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে মানবপাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে শপথ করান সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ। প্রকল্পের প্রোগাম অফিসার দিপ্তি রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান রমেশ চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক কাজী হাফিজুর রহমান ও পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।