মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ
মুন্সিগঞ্জ প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালীনগরে ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীবাড়ী মোড়ে ওয়ার্ডের সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম।
আলোচনায় বক্তব্য রাখেন গ্রাম পুলিশ ওয়াজেদ আলী, পারুল আক্তার, সাহাজান, সুজিত মন্ডল, মৃনাল কান্তি মন্ডল, মিঠুন মন্ডল শিহাবুর রহমান, হাসেম আলী, মো. আব্দুল মাজেদ আলী, মো. আফসার আলী, সাহাবাজ আলী, মোমেনা বেগম, রূপান্তর প্রতিনিধি ডলি আক্তার, মো. ইনামুল হক। আলোচনা শেষে ওয়ার্ড পর্যায়ে দুর্যোগের ঝুঁকিসহ জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতাগুলি তুলে ধরেন।