অনলাইনজীবনযাপনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ব্লাড ক্যা’ন্সা’রে আক্রান্ত শি’শু আরিফাকে বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

মেহেদী হাসান শিমুল: মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আপনার একটু সহযোগিতায় বেচে যেতে পারে মৃত্যু পথযাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাদের মত ফুটফুটে সুন্দর মেয়েটি।

মেয়েটির নাম আরিফা খাতুন। বয়স ১১ বছর। তার পিতার নাম আকিজ সানা। দুই ভাইবোনের মধ্যে সে বড়। লেখাপড়া করে পঞ্চম শ্রেণীতে।

মরনব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভু নিভু করছে। তার সহায় সম্বলহীন দিনমজুর হতদরিদ্র গরিব পিতা চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে আজ দিশেহারা হয়ে পড়েছে। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে। মেয়েটি তার পিতামাতার সাথে থাকে নানার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে। মেয়েটি দীর্ঘদিন ধরে গলা ফুলে তীব্র যন্ত্রনায় ভুগছিল। তার গরিব পিতা বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসা করান কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান- মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে দ্রুত ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার হতদরিদ্র গরিব অসহায় দিনমজুর পিতার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। টাকার অভাবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে পারছে না।মেয়েটি ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ মেয়েটিকে বাচাতে তার পিতামাতা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে অবশেষে দেশবাসীর নিকট আকুতি জানিয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকন্যা আরিফা খাতুনকে বাঁচাতে তার পিতা সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। মেয়েটির পিতা আকিজ সানার বিকাশ নং- ০১৬৪৫ ৩৯ ১২ ৮৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *