কালিগঞ্জ

কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শেখ খায়রুল আলম।

বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য ফাতেমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক জহুরা পারভীন, মুসলিমা খাতুন, নুরুল আলম, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ক্বারী আব্দুর রহমান, আবু মুসা, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রজেক্ট মোবিলাইজার কানিজ শাইমা, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের ফিরোজ আহমেদ, আসাদুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই পলিথিনের ব্যবহার বন্ধে শাস্তির বিধান করলেও ব্যবহার বন্ধ করা যায়নি। বর্তমান সরকার পলিথিন ব্যবহার বন্ধ করার বিধান জারি করলেও সেটি মানা হচ্ছে না।
কেনিয়া সরকার কারো হাতে পলিথিন দেখলেই গ্রেপ্তার করার বিধান জারি করেছিল। আয়ারল্যান্ড সরকার পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে বাড়তি কর আরোপ করেছে। পর্তুগাল, স্পেনও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। উগান্ডার বিমানবন্দরে পলিথিনসহ কাউকে পেলে তাকে গ্রেপ্তার করার বিধান রাখা হয়েছিল, কিন্তু পলিথিনের বিকল্প জানা না থাকায় তা বেশি দিন বাস্তবায়ন করা যায়নি।

বাংলাদেশ পলিথিনের বিকল্প তৈরি করে সাড়া ফেলার পর এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে সোনালি ব্যাগ দিয়েই বিশ্ববাজার দখল করা সম্ভব বলে বক্তারা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *