অনলাইনসদর

২৭ পেরিয়ে ২৮তম বর্ষে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মানবজমিন

স্টাফ রিপোর্টার: গণমানুষের আস্থার প্রতীক হয়ে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ২৭ বছর অতিক্রম করেছে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন। গত দেড় দশক ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে এ পত্রিকাটি। এছাড়া, সাম্প্রতিক জুলাই-আগস্টের অভ্যুত্থানেও মানবজমিনের ভূমিকা ছিল আলোচিত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবজমিন-এর ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই মানবজমিন-এর সাহসী সাংবাদিকতার ইতিহাস তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবজমিনের মালেশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. মুনির উদ্দিন, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার মো. আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এনটিভির এসএম জিন্নাহ, ল’ স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ।

বক্তারা বলেন, মানবজমিন দক্ষিণ এশিয়ার প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই- উতরাই পেরিয়ে ২৭ বছর পার করেছে। এই পত্রিকাটি গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং সমাজের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, মানবজমিন বর্তমানে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

বক্তারা দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বাংলাদেশের সাংবাদিকতার এক জীবন্ত কিংবদন্তি বলে অভিহিত করে বলেন, ‘কারও তাঁবেদারি করে না’ এই স্লোগানকে ধারণ করে তিনি সময়ের সাহসী সন্তান হিসেবে আজও টিকে আছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদয় বার্তার সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশের খবর ও পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, লেখক নাজমুল হক, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক বাংলার আবু সাইদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, পত্রদূতের হাবিবুল হাসান, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হোসাইন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম, দ্য এডিটরস-এর মে‌হেদী হাসান শিমুল, জবাবদিহি পত্রিকার শাহাজাহান মিটন, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, মাই টিভির, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি ফিরোজ আলী, ইকরামুজ্জামান জনি, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, সাজেদুল ইসলাম, নাঈমুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মানবজমিন-এর দীর্ঘ পথচলার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *